Read Time:1 Minute, 25 Second
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে বিজেপি নেতৃত্বের ছবি লাগানো হয়েছে তাতে মনে হচ্ছে ব্যাঙ্কও বেসরকারিকরণের পথে। জন সমর্থন হারিয়ে বিজেপির নেতা কর্মীরা এখন এসব কাজ করছে। এমনটাই অভিযোগ জেলা তৃণমূল নেতা প্রদীপ গায়েন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের গেটে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং সদ্য বিজেপি দলে যাওয়া শুভেন্দু অধিকারীর ছবি লাগানো রয়েছে। এতেই ওই তৃণমূল নেতার মন্তব্য, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ভাবছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এদিন তিনি আরও বলেন, সাধারণ মানুষ বুঝে ফেলেছে। আগামী দিনে তার যোগ্য জবাব দিয়ে দেবে। এভাবে সাধারণ মানুষের পাশে যাওয়া যায় না।