হাসপাতাল থেকে বাড়ি ফিরে কেমন আছেন শোভন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

রিস্ক বন্ডে সই করে বাড়ি ফিরেছেন নারদা মামলায় ধৃত হেভিওয়েট শোভন চট্টোপাধ্যায়, বর্তমানে বেশ কিছুটা সুস্থ আছেন তিনি। বাড়িতেই চলছে প্রয়োজনীয় চিকিৎসা, এমনকি অক্সিজেন কন্টেইনারের ব্যবস্থা রাখা হয়েছে বাড়িতে। উল্লেখ্য হাসপাতাল থেকে রিস্ক বন্ডে সই করে পুলিশের গাড়িতেই পৌঁছান প্রেসিডেন্সি জেলে এবং সেখানেই জেল সুপারের সাথে প্রয়োজনীয় কাগজের কাজ সম্পন্ন করে ফেরেন গোলপার্কের ফ্ল্যাটে। আদালতের নির্দেশ অনুসারে আপাতত বাড়িতেই ‘গৃহবন্দি’ থাকবেন তিনি।

ওদিকে নারোদা মামলার শুনানির নির্ধারিত তারিখ জানানো হয়েছে আগামী সোমবার।কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে আগামী শুনানির সময় এবং উচ্চতর ডিভিশন বেঞ্চের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। জানানো যাচ্ছে বৃহত্তর ডিভিশন বেঞ্চের সদস্য হিসেবে থাকছেন, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ জিন্দাল, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন।

প্রসঙ্গত উল্লেখ্য নারোদা মামলায় সিবিআইয়ের এই তৎপরতার পর এবার প্রসিকিউশন কমপ্লেন জমা দিতে চলেছে ই ডি। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি তথ্য চেয়ে পাঠিয়েছে ই ডি। পাশাপাশি ধৃত চার নেতা মন্ত্রীর আয়, সম্পত্তি,এবং অন্যান্য সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি। টাকা তছরুপের দায়ে এই মাসের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হতে পারে আদালতে, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা সূত্রে। তাহলে কি এবার সিবিআইয়ের পরে নারোদা মামলা স্থানান্তরিত হতে চলেছে ইডির হাতে? প্রশ্ন থেকেই যাচ্ছে এখনও। জেল মুক্তি ঘটলেও গৃহবন্দি অবস্থাতেও চিন্তার ভাঁজ অব্যাহত নারদা মামলায় ধৃত ৪ হেভিওয়েটে নেতার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন সামস । এম ভারত নিউজ

করোনা মুক্ত হয়েও না ফেরার দেশে চলে গেলেন নলহাটির প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন সামস। প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসার সুস্থ হয়ে গেলেও শেষ পর্যন্ত প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এই প্রাক্তন বিধায়ক। পারিবারিক সূত্রে জানানো হয়, কিছুদিন আগেই প্রাক্তন বিধায়কের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ পরিলক্ষিত হলে ডাক্তারের পরামর্শ মতো করোনার পরীক্ষা করানো […]

Subscribe US Now

error: Content Protected