রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়েই রাম রাজ্যের সূচনা: বিজেপির প্রস্তাব। এম ভারত নিউজ

admin

দিল্লিতে আয়োজিত সম্মেলনে পাশ করা হয়েছে একটি প্রস্তাব……

0 0
Read Time:3 Minute, 48 Second

এবার বিজেপির জাতীয় সম্মেলনেও উঠে এল রাম মন্দির প্রসঙ্গ। দিল্লিতে আয়োজিত সম্মেলনে পাশ করা হয়েছে একটি প্রস্তাব। রাম মন্দির স্থাপনের মধ্যে দিয়ে আগামী ১ হাজার বছরে জন্য ভারতে ‘রামরাজ্য’ স্থাপন হল বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। রাম মন্দির নির্মাণের মধ্যে দিয়েই শুরু রাম রাজ্যের, চলবে হাজার বছর, বিজেপির প্রস্তাব শেষ হল বিজেপির দু’ দিন ব্যাপী জাতীয় কনভেনশন। অযোধ্যার রাম মন্দির নিয়ে এই কনভেনশনেই পাশ হল প্রস্তাব।

প্রস্তাবে বলা হয়েছে, ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় নয়নাভিরাম রাম মন্দির গঠন করা হয়েছে। মন্দিরটি ভগবান রামকে উৎসর্গ করা হয়েছে। এটি জাতির একটি গৌরবজনক অধ্যায়। রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে রাম এবং রামায়নের সীতার একটি বিশেষ জায়গা রয়েছে। আমাদের সংবিধানও যে রাম রাজ্যের ধারণা থেকে প্রাণিত হয়েছে, তারও উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে।

এই প্রস্তাব ও সিদ্ধান্তে বলা হয়েছে, সংবিধানে যে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিচারের ধারণা রয়েছে, তা মিলেছে ওই রাম রাজ্যের ধারণা থেকে। সংবিধানের যে আসল কপি, তাতেও ভগবান শ্রী রাম, মা সীতা এবং লক্ষ্ণণজির লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে আসা, এসবেরই প্রেরণা রয়েছে সংবিধানের মৌলিক অধিকারের নেপথ্যে। রেজলিউশনে এও বলা হয়েছে, রাম রাজ্যের ধারণা থেকেই প্রাণিত হয়েছেন মহাত্মা গান্ধী। এটিই প্রকৃত গণতন্ত্রের এপিটোম।

চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয় রাম মন্দিরের। এদিনই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয় বালক রামের মূর্তি। এই মন্দির নির্মাণের সিংহভাগ ক্রেডিটই বিজেপি নেতাকর্মীরা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অযোধ্যার রাম মন্দির দর্শন করতে আসতে যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়, সেজন্য তৈরি করা হয়েছে বিমানবন্দর। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা রেলস্টেশনকেও। প্রতিদিন ৫০-৫৫ হাজার দর্শানার্থী আসছেন মন্দির দর্শনে। এই মন্দির উদ্বোধনের সময়ও বিজেপির তরফে দাবি করা হয়েছিল, সংবিধানেই রয়েছে রাম রাজ্যের ধারণা। পদ্ম শিবিরের বিশ্বাস, সেই রাম রাজ্যই প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গিয়েছে ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হিন্দু বিরোধী’ মন্তব্য ! ম্যাঙ্গালুরুতে সাসপেন্ড শিক্ষিকা। এম ভারত নিউজ

শিক্ষিকাকে হিন্দু বিরোধী মন্তব্য করার জন্য অভিযুক্ত করা হয়েছিল

Subscribe US Now

error: Content Protected