
রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, একের পর এক বিজেপি কর্মী–সমর্থকদের মৃত্যু ও মিথ্যা মামলায় তাঁদের ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে সোমবার রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। পাশাপাশি এদিন নদিয়ার কল্যাণীতে বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে 12 ঘণ্টার বনধ পালন করে বিজেপি। এদিন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলে বিশাল প্রতিবাদ মিছিল করে বিজেপি। বিষ্ণুপুরে সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় কর্মীরা।

এদিন বিষ্ণুপুর থেকে সারা বাংলায় বনধ ডাকার হুঁশিয়ারি দেন সৌমিত্র। পাশাপাশি সোনারপুর, হাওড়া, হাবড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, বাগদা, কল্যাণী, নন্দীগ্রাম–সহ কলকাতায় যাদবপুর, সল্টলেক, বেহালা, ঠাকুরপুকুর ছাড়া একাধিক জায়গায় থানা ঘেরাও কর্মূসূচি পালন করে বিজেপি কর্মীরা। এদিন সল্টলেকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে মিছিল করে বিধাননগর উত্তর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
