শীতলকুচিতে মৃত্যু ১৮ বছর বয়সী প্রথম ভোটারের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

বিধানসভা নির্বাচন ২০২১ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চতুর্থ দফার নির্বাচনের তোড়জোড়। সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ । মোট ৫টি জেলায় চলেছে ভোটগ্রহণ কর্মসূচি। আজ ভোট গ্রহণ চলছে কোচবিহারে শীতলকুচিতে। শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ১৮ বছর বয়সের প্রথম ভোটার । জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম আনন্দ বর্মন। বাড়ির লোকের দাবি আনন্দ বর্মণ বিজেপি সমর্থক বলে তাঁকে হত্যা করা হয়েছে। বাড়ির লোকের তরফ থেকেও দাবি করা হয়েছে তৃণমূলের গুন্ডাদল তাঁকে গুলি করে মারে ।আনন্দের পিঠে গুলি লাগে ফলে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত মৃত্যু হয় তাঁর। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতের মামা অভিযোগ করে বলেন, “এখানে আমরা সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমরা বিজেপি সমর্থক। তাই তৃণমূল সমর্থকরা বোমা, বন্দুক নিয়ে ভোটের লাইনে আক্রমণ করা হয়। গুলি চলে। তাতেই আনন্দ বর্মণের পিঠে গুলি লাগে।

তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে জানান।” ওদিকে তৃণমূলের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন বিজেপির হার্মাদ বাহিনি হত্যা করেছে এই ১৮ বছর বয়সী আনন্দকে। তবে একই দেশের নির্বাচন চলছে বেশ কয়েকটি রাজ্যে। সেখানে আসামের মতো রাজ্যে ১৮ বছর বয়সী প্রথম ভোটার ভোটের লাইনে দাঁড়ালে উপহারস্বরূপ পাচ্ছে একটি চারা গাছ। আগামীদিনের দিশারী হিসেবে দেওয়া হচ্ছে এই ছোট্ট চারাগাছ । সেখানে পশ্চিমবঙ্গের প্রথম ভোটারকে লাইনে দাঁড়িয়ে মরতে হচ্ছে গণতন্ত্রের উৎসবে দাঁড়িয়ে এটি সত্যিই এক লজ্জার বিষয়। যেখানে কেন্দ্রটিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঢেকে রাখা হয় পাশাপাশি জারি করা হয় ১৪৪ ধারা । সেই সমস্ত এলাকাতে কিভাবে একটি ১৮ বছর বয়সী তরুণ যুবক মৃত্যু হতে পারে! প্রশ্ন থাকছে আমার, প্রশ্ন থাকছে সাধারণ মানুষের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে চতুর্থ দফার ভোট । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মারন ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউ অতি দ্রততার সাথে আছড়ে পরেছে সারা দেশে। সারা দেশের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গেও সংক্রমণের এই মাত্রা বেড়েই চলেছে। এরই মধ্যে এরাজ্যে শনিবার চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। আর সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্বাচন কমিশনের তরফে হাওড়ার সমস্ত […]

Subscribe US Now

error: Content Protected