কেরালায় নতুন সরকার গঠন করতে চলেছে বামফ্রন্ট। কিন্তু আশ্চর্যজনক ভাবে নতুন সরকারের মন্ত্রীসভায় থাকছেন না পিনারাই বিজয়ন ছাড়া একজনও পুরোনো মন্ত্রী । এমনকি মন্ত্রীসভায় স্থান পাননি রাষ্ট্রসংঘের প্রশংসা প্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজাও। করোনার প্রথম ঢেউকে রুখে দিয়ে ‘কেরালা মডেল’ তৈরি পিছনে তাঁরই অবদান সর্বাধিক। এই কারণেই রাষ্ট্রসংঘ থেকে সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে।কিন্তু নতুন মন্ত্রী সভায় পিনারাই বিজয়নের জামাই পি এ মহম্মদ রিয়াস এবং সিপিআইএমের সম্পাদক এ বিজয়রাঘবনের স্ত্রী আর বিন্দ স্থান পেলেও স্থান মেলেনি শৈলজার। যা নিয়ে ভ্রু কুঞ্চন দেখা গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক এন এম পিয়ারসন বলেন “এটি অত্যন্ত খারাপ খবর। তরুণদের জায়গা দেওয়ার অজুহাতে জনপ্রিয় মুখেদের উপর কোপ মারা হচ্ছে। বামেরা যে ক্ষমতায় ফিরেছেন, তার অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে মহামারী রুখতে পারা। যদি পুরো দলই পালটে যায়, তাহলে অধিনায়কের ক্ষেত্রেও তা প্রয়োজ্য হওয়াই বাঞ্ছনীয়”। এই ‘টিম বদলের’ ফলে পরবর্তীতে ভুগতে হতে পারে বামফ্রন্টকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
কেরালার মন্ত্রীসভায় স্থান মিলছেনা বিশ্ব প্রশংসিত শৈলজার । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second