দিল্লি যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় , কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

রাজনৈতিক মহলের জল্পনাকে সত্যি করে আগামী দুই দিনের মধ্যেই হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বড়সড় রদবদল। জানা যাচ্ছে সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলার কয়েকজন বিধায়ক। তবে সম্ভাব্য নাম গুলির মধ্যে যেগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ,তা হল কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।এমনকি ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন নিশীথ প্রামানিক। পাশাপাশি আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ডেকে পাঠানো হয়েছে শান্তনু ঠাকুরকেও। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য রাখেননি কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীদের কেউই।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল মন্ত্রিসভায় রদবদল নিয়ে বড় সিদ্ধান্তের আগেই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছিল । সেখানে উপস্থিত থাকার কথা ছিল সমস্ত শীর্ষ নেতৃত্বদের। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করেন প্রধানমন্ত্রী নিজেই ।পাশাপাশি জানা যাচ্ছে, বর্তমানে প্রধানমন্ত্রীর মন্ত্রীর সভায় মন্ত্রী সংখ্যা ৫৩ জন। তবে নিয়ম অনুসারে সর্বোচ্চ মন্ত্রী থাকতে পারেন ৮১ জন। সেক্ষেত্রে মন্ত্রিসভায় সম্প্রসারণ এবং বেশ কয়েকজন মন্ত্রীকে তাঁর পদ থেকে সরানোর বিষয়ে বড় সিদ্ধান্ত জানানো হতে পারে আগামীকাল। তাছাড়াও জানানো হয়েছে যাদের ইতিমধ্যেই মন্ত্রিসভায় স্থান দেওয়া সম্ভব হবে না, তাঁদের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত করা হতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শান্তিনিকেতন ভ্রমণে বাধ্যতামূলক করোনা পরীক্ষা । এম ভারত নিউজ

রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী হওয়া মাত্র ,বীরভূম পর্যটন শিল্পের দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে । যা স্বভাবতই চিন্তায় ফেলেছে বীরভূমের ভারপ্রাপ্ত আধিকারিকদের। পর্যটক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন না করলে সংক্রমন ছড়িয়ে পড়তে পারে। আর সেই সম্ভাবনা থেকেই বীরভূম পর্যটন শিল্পের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বাধ্যতামূলক করা হল […]
district_101

Subscribe US Now

error: Content Protected