নাগাল্যান্ড প্রসঙ্গ টেনে পুলিশকে কড়া সতর্কবাণী মমতার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 33 Second

সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের কাজের সীমানা বেড়েছে। বিএসএফকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে বাংলা, পাঞ্জাব, অসমের সীমান্তবর্তী এলাকার ৩৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে ।যদিও এ নিয়ে বিস্তর আপত্তি তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী জেলা দুই দিনাজপুর থেকে পুলিশকে সতর্ক করে দিলেন।

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেন, বিএসএফ জওয়ানরা মাঝেমধ্যে গ্রামে ঢুকে পড়ে। এভাবে হঠাৎ করেই যেন তারা এলাকায় ঢুকে পড়তে না পারে সেই বিষয়ে নজর দিতে বলেন। এর পাশাপাশি আইসিদের তিনি বলেন, খবর পেলে আইসিরা ঘটনাস্থলে গিয়ে নিজেরা দেখুন। প্রয়োজনে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি। এরপরই তিনি নাগাল্যান্ডের প্রসঙ্গ টেনে আনেন।

শনিবার নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে মৃত্যু হয় ১৪ জন নিরীহ গ্রামবাসীর। পালটা গ্রামবাসীদের প্রতিরোধের প্রাণ গিয়েছে এক জওয়ানের । এ নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এমনকি সংসদেও এর আঁচ পড়েছে। তৃণমূলও বিষয়টি নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল করেছে। ঘটনার দিনই বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তীব্র নিন্দা জানিয়েছিলেন । আর মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার প্রশাসনিক বৈঠক থেকে তিনি সতর্ক করলেন পুলিশকে। এদিন প্রশাসনিক বৈঠক ছিল উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার। এর মধ্যে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। তাই সেখানে মুখ্যমন্ত্রী বিএসএফের সক্রিয়তা সম্পর্কে সচেতন থাকার বার্তা দিলেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংযুক্ত আরব আমিশাহিতে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম । এম ভারত নিউজ

এবার সপ্তাহে পাঁচ দিনও নয়, কাজ করতে হবে সাড়ে চার দিন । সংযুক্ত আরব আমিশাহি সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম আনতে চলেছে । গোটা বিশ্বে যেখানে সপ্তাহে পাঁচ দিন করতে হয় সরকারি কর্মীদের , এ বার তার ঠিক উল্টো পথে হেঁটেই কর্মীদের স্বার্থে আমিরশাহি কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিল ।এমন […]

Subscribe US Now

error: Content Protected