দীর্ঘ প্রতীক্ষার অবসান, কোলাঘাটে তৈরি হচ্ছে কলেজ । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 53 Second

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কোলাঘাট এলাকার ছাত্র ছাত্রীদের কাছে রীতিমত খুশির খবর নিয়ে এল রাজ্যের পি ডব্লিউ ডি. বিভাগ। কোলাঘাট বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কলেজের। মেধাবী ছাত্র-ছাত্রী থাকা সত্ত্বেও কোলাঘাটে নেই কোন কলেজ। যদিও কলেজের পরিকাঠামো না থাকলেও বহু আগেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মহাবিদ্যালয় ।জানা যায় ২০১০ সালে রবীন্দ্র ভারতী মহা বিদ্যালয় কোলাঘাটে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সমস্যা হল কলেজের নির্দিষ্ট জায়গা না থাকার কারণে কোলাঘাট হাই স্কুলের মধ্যেই সকাল বেলায় পঠন পাঠন করতে হয় কলেজের । দীর্ঘ ১১ বছর এ ভাবেই চলছে কোলাঘাট হাই স্কুলের মধ্যে কলেজের পঠন পাঠন।

ক্রমাগত কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে পেতে তা বর্তমানে দেড় হাজার অতিক্রম করেছে। কলেজের জন্য নির্দিষ্ট কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। তবে অবশেষে কোলাঘাট থেকে কিছুটা দূরত্বে কোলাঘাট থানার কাছে মিহিটিকরি মৌজায় ভোটের সময় অর্থাৎ ২২ শে ফেব্রুয়ারী কলেজের শিলান্যাস করা হয়। যদিও বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরে প্রায় পাঁচ মাস কেটে গেলেও রবীন্দ্র ভারতী মহা বিদ্যালয়ের একটি ইটও গাঁথা হয়নি। অবশেষে পি ডব্লিউ ডি বিভাগের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেন এই স্থান। এদিন ভেটিং থেকে শুরু করে জমি পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপ্যাল তিতাস বরন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে আশা করা হয়েছে, এ বছরদুর্গা পূজার পর থেকেই শুরু হতে পারে এই কাজ । মোট এরমধ্যে স্বস্তির বিষয় অবশেষে একটি কলেজের রূপ নিতে চলেছে দীর্ঘ প্রতিক্ষিত কোলাঘাট রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকাবন্টন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব ফিরহাদ হাকিম । এম ভারত নিউজ

এবার কেন্দ্রের টিকা বন্টননীতি নিয়ে সরব হলেন কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। জানা যাচ্ছে প্রয়োজনের তুলনায় ৫০% কম টিকা দিচ্ছে কেন্দ্র, এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই প্রথম নয় ,কেন্দ্রের এই টিকা বন্টননীতি নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপর এবার ওই একই সুরে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected