রামনবমী-তে তরোয়াল হাতে শোভাযাত্রা বিজেপি কর্মীদের। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তীও। প্রসঙ্গত, যাবতীয় নির্দেশকে ‘উপেক্ষা’ করেই এদিন অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের তরোয়াল হাতে মিছিলে অংশ নিতেও দেখা যায়।
এদিন রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূলও। হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হল বজরংবলী মন্দির থেকে সরকারি কোয়ার্টার পর্যন্ত। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা বর্ণনাঢ্য সহকারি এই রেলি উত্তর হাওড়ার অনেকটাই পথ ও দক্ষিণ করেন। সকাল দশটায় শুরু হয় এই ব়্যালি।
লিলুয়ার মহাবীর চক থেকে রামনবমীর মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। প্রসূনের নেতৃত্বে সেই মিছিলে ছিলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, অরূপ-সহ শাসক দলের একাধিক নেতা। তবে তৃণমূলের মিছিলে কারও হাতে অস্ত্র দেখা যায়নি।
রামনবমীর মিছিলকে ঘিরে অতীতে জাতি সংঘর্ষের সাক্ষী ঠেকেছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাংশ। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে প্রতিটি জেলাতেই এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সামনে ভোট, তার আগে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সতর্কতা। আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন রামনবমীর মিছিলের নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশনও।