সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টে হ্যাকারের আক্রমণের এক নতুন দুশ্চিন্তা দেখা দিচ্ছে সূত্রে খবর, ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে একটি টুইট জল্পনা ছড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়। হ্যাকিং নিয়ে সরাসরি কথা না বললেও প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO ) স্বীকার করেছে যে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোন বড়োসড়ো সমস্যার সৃষ্টি হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
জল্পনার সূত্রপাত একটি টুইট থেকেই। রবিবার ভোর রাতে ২ টো ১১ মিনিটে প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট পাঠানো হয় বলে জানা গেছে। যেমন দাবি করা হয়েছে, সরকার ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে স্বীকৃতি দিচ্ছে। এর পাশাপাশি একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। এই আশ্চর্যজনক টুইট কে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে যোগাযোগ করলে টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে চরম বিতর্কিত টুইটটি মুছে ফেলা হয়। পরবর্তী টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে সাময়িক কোনো গুরুতর সমস্যার কারণে নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে এই ধরনের আশ্চর্যজনক টুইটটি প্রকাশিত হয়েছিল।
এই বিতর্কিত টুইটটি ঘিরে এখন রাজনৈতিক সমালোচনা তুঙ্গে। এমনকি কটাক্ষ শুরু হয়ে গেছে এই টুইট কেন্দ্র করে । ইতিমধ্যেই যুব কংগ্রেসের সভাপতি কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছেন মোদীর দিকে।
তবে এমন ঘটনা প্রথম নয়, এর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। সেইবারেও নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কিত টটুইট পোস্ট করা হয়েছিল।