ভারতকে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

দেশজুড়ে চলছে করোনার টিকার আকাল। আজ আমেরিকার হোয়াইট হাউসের তরফ থেকে আসা কমলা হ্যারিসের একটি ফোন কল রীতিমতো খুশির জোয়ার নিয়ে এসেছে ভারতবাসীদের জন্য। জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকা বন্টনের জন্য যে সমস্ত দেশ গুলিকে নথিভুক্ত করা হয়েছে তার তালিকায় নাম রয়েছে ভারতের নামও। জানা যাচ্ছে কোভ্যাক্সের মাধ্যমে অথবা সরাসরি টিকা পাঠানো হবে ভারতকে। রাষ্ট্রসংঘের কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বে ৭৫ শতাংশ বাড়তি ভ্যাকসিন সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।সেই তালিকায় থাকছে ভারতও। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল বাড়তি ভ্যাকসিনের ২৫ শতাংশ ‘বন্ধু’ দেশ ভারতকে সরবরাহ করবে। করোনার প্রথম ঢেউ রুখতে এক অনন্য ভূমিকা পালন করেছিল ভারত । আর তারপর থেকেই ভারতের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বারবার টিকা বন্টনের ক্ষেত্রে বৈষম্যের প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি অনুরোধ জানানো হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর কাছে ,যাতে তাঁরা আগামী দিনে অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ গুলিকে সহায়তা করেন। এবার বিশ্বব্যাপী টিকা সরবরাহে তৎপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। আজ কমলা হ্যারিসের সঙ্গে ফোনালাপের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , ‘কিছুক্ষণ আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কথা হয়েছে। বিশ্বব্যাপী টিকা সরবরাহের কর্মসূচির আওতায় ভারতেও প্রতিষেধক সরবরাহের যে আশ্বাস দেওয়া হয়েছে, তার প্রশংসা করছি।’ শুধু তাই নয় পাশাপাশি তিনি বলেন, ‘টিকা নিয়ে ভারত-আমেরিকা সহযোগিতা আরও মজবুত করা এবং কোভিড-পরবর্তী বিশ্বের স্বাস্থ্য ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়েও আমরা আলোচনা করেছি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিয়ম মেনে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন ৪ হেভিওয়েট । এম ভারত নিউজ

আজ নিম্ন আদালতে সময়মত হাজিরা দিলেন নারদা কান্ডের ধৃত চার হেভিওয়েট নেতা। আজ সকালেই ব্যাঙ্কশাল কোর্টের নিয়ম অনুসারে কোর্ট চত্বরে দেখতে পাওয়া যায় চার হেভিওয়েট নেতা, তথা ফিরহাদ হাকিম,শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে। জানা যায় মাত্র ১০ মিনিটের জন্যই ব্যাঙ্কশাল কোর্টে গিয়ে ছিলেন তাঁরা। মূলত নিয়ম মেনে হাজিরা […]

Subscribe US Now

error: Content Protected