Read Time:1 Minute, 27 Second
বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজোর প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ‘পরিযায়ী মা’-এর ওই মূর্তির ছবি ইতিমধ্যেই গোটা বিশ্বে ভাইরাল। শিল্পী বিকাশ ভট্টাচার্যের দুর্গা সিরিজের একটি ছবির অনুকরণে মূর্তিটির পরিকল্পনা করেছিলেন থিম শিল্পী রিন্টু দাস। যা রূপায়িত করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক।

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তিটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। সেই মতো তোড়জোড় শুরু করেছেন রাজ্য সরকারের কর্মীরা। ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে মূর্তি হস্তান্তরের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফলে ওই মূর্তির বিসর্জন হবে না। সূত্রের খবর আপাতত রবীন্দ্রসরোবরে ‘আবার এল মা’ প্রদর্শকক্ষে রাখা হবে মূর্তিটি। পরে সেটিকে কলকাতার কোনও বড় মোড়ের মাথায় বসানোর পরিকল্পনা রয়েছে।