0
0
Read Time:1 Minute, 2 Second
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বিজেপির পোষ্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। বড়গাছিয়া থেকে দু’নম্বর পোল পর্যন্ত রাস্তার ধারে টাঙানো রয়েছে বিজেপির পোষ্টার। অভিযোগ, শনিবার রাতে সেই পোস্টার ছিঁড়ে দেয় তৃণমূল।
বিজেপির তরফে জগৎবল্লভপুর থানায় অভিযোগ করা হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের পোস্টারের পাশে থাকা তৃণমূলের পোষ্টার ছেঁড়া হয়নি। অথচ বিজেপির পোষ্টার পরিকল্পনা করে ছেঁড়া হয়েছে বলেই দাবি গেরুয়া শিবিরের। দোষীরা গ্রেপ্তার না হলে আমতা রোড অবরোধের পাশাপাশি থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের তরফে।