0
0
Read Time:52 Second
আজ বুধবারই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল কলকাতা থেকে সকালে বাঁকুড়ার জন্য চপারে করে রওনা দেবেন তিনি । আজ কলকাতায় নেমে থাকবেন রাজারহাটের একটি হোটেলে । সেখানে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন প্রমুখের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি । আগের কর্মসূচিতে বলা হয়েছিল ৫ই নভেম্বর অন্ডাল বিমানবন্দরে নেমে বাঁকুড়া যাবেন অমিত শাহ কিন্তু পরে গত সোমবার জানানো হয়, কর্মসূচিতে পরিবর্তন ঘটেছে । তাই আজই কলকাতায় নামছেন অমিতবাবু ।