শহরে ফের চিনা মাঞ্জায় জখম এক পুলিশকর্মী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 47 Second

মহানগরে ফের চিনা মাঞ্জার দৌরাত্ম্য। এবার মা উড়ালপুলে অল্পের জন্য রক্ষা পেলেন এক কর্তব্যরত পুলিশ কর্মী। উল্লেখ্য এদিন সকাল ৮:১৫ নাগাদ একটি স্কুটারে চেপে যাচ্ছিলেন যাদবপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুপম সাহা। ঠিক সেই সময় একটি মাঞ্জা সুতো তার গলায় পেঁচিয়ে যায়।তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মুখ ও গলার কাছে গভীর ভাবে কেটে গেছে।

এদিকে গত ৪ মাস ধরে একের পর এক দুর্ঘটনা ঘটিয়েছে ঘাতক চিনা মাঞ্জা। এই মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিল প্রশাসন কিন্তু তা সত্বেও অবৈধ ভাবে বিক্রয় করা হচ্ছে এই নাইলনের ঘুড়ি ওড়ানোর সুতো। এই মাঞ্জার আঘাতে প্রাণ ও হারিয়েছেন অনেক নিরীহ পথচারী। এবার তাদের সুবিধার্থে মা উড়ালপুলের চারপাশে বিশেষ ব্যরিয়ারের ব্যবস্থা করা হচ্ছে। গত বুধবার থেকে কাজ শুরু হয়েছে চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত। সেই টানা পনেরো দিন রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে কেডিএমএ এক্সপার্ট টিম নানান পরীক্ষা চালাচ্ছিল।প্রাথমিক ভাবে পলি কার্বনেট শিট দিয়ে ফ্লাইওভার ঢেকে দেওয়ার কথা ভাবা হলেও প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে সাইন্স সিটি থেকে পার্ক সার্কাস পর্যন্ত ফেন্সিং করার কাজ শুরু হয়।৯০০ মিটারের এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে টেন্ডার ডাকা হয়। দুর্ঘটনাপ্রবণ এই এলাকা ঝুঁকিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম টেন্ডারে ৯০০ মিটার পরে দ্বিতীয় টেন্ডারে বাদবাকি এলাকা জুড়ে ব্যারিয়ার লাগানোর কাজ শুরু হবে অবিলম্বে। আজ সকালের এই ঘটনায় ফের নড়েচড়ে বসেছে প্রশাসন,পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন আরেক পুলিশ কর্মী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কয়লা-কান্ডে নয়া পদক্ষেপে ইডির । এম ভারত নিউজ

কয়লা কান্ডে এবার নয়া পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা ইডির। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিখ্যাত এক সংস্থার ৩ কর্মকর্তাকে তলব করা হয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডির তরফ থেকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছে ,তাদের মধ্যে একজন হলেন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও সুজয় ভদ্র। কয়লা কাণ্ডের এই ঘটনায় ইতিমধ্যেই জোরদার জেরা শুরু করেছে […]

Subscribe US Now

error: Content Protected