উত্তরপ্রদেশের উন্নাওয়ের অশোহা পুলিশ স্টেশনের অন্তর্গত বাবুরহা গ্রামের চাষের জমি থেকে উদ্ধার করা হয় ২ জন দলিত মেয়ের দেহ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে প্রশ্নের মুখে এনে দাঁড় করালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
এখানেই শেষ নয়, ধর্ষিতার পরিবারের থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান । তিনি তাঁর টুইটার একাউন্টের মাধ্যমে একটি প্রতিবেদন শেয়ার করেছেন। পাশাপাশি উত্তর প্রদেশ পুলিশকে কটাক্ষ করে তিনি লিখেছেন , “উত্তরপ্রদেশ পুলিশ কী ভাবে এত নির্লজ্জ ও অমানবিক হতে পারে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এটাই হল আসল চেহারা।”
কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা হিসেবে রাজ্যে এসেছিলেন যোগী আদিত্যনাথ। এখানে এসে নারী সুরক্ষা নিয়ে অনেক বড় বড় কথা বলতেও শোনা গেছে তাঁকে । আর সেই কথারই রেস টেনে যোগীকে কটাক্ষ করলেন তৃণমূল সংসদ নুসরাত জাহান। তিনি বলেন “বাংলায় আপনাদের টুরিস্ট গ্যাং কার্যকলাপ বন্ধ করুন। আগে উত্তরপ্রদেশের মহিলারা যাতে ভালো করে বাঁচতে পারেন সেদিকে নজর দিন।”