0
0
Read Time:52 Second
ঢোকা যাবেনা পুজো মন্ডপের ভেতরে, প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে, দর্শকশূন্য থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ, ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে পুজোর এলাকায় । করোনা সংক্রমণ ঠেকাতে গতকাল এমনই রায় শোনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ মঙ্গলবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হবে বলে জানা গেছে ।