নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আজ সকালে তমলুকের কাকগেছিয়া এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় হঠাৎই মেচেদার দিক থেকে আসা একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে ধাক্কা মারে এক সিভিক ভলেন্টিয়ারকে।সনাতন পাল নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা।
মৃত ওই ব্যক্তি সনাতন পাল-এর বাড়ি তমলুক থানার চকগাডুপতা এলাকায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৩০ বছর। ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গাড়িতে থাকা ড্রাইভার পালানোর চেষ্টা করলেও এলাকা বাসী তাকে ধরে ফেলে গণপিটুনি দেয় বলে জানা যাচ্ছে। পরবর্তীতে এলাকাবাসীর থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
ঘটনার পর এদিন দুপুরে মৃত সনাতন পালকে দেখতে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আই সি। সনাতন পালের এই আকস্মিক মৃত্যুতে সমগ্র পুলিশ মহলে বর্তমানে নেমে এসেছে গভীর শোকের ছায়া।