বঙ্গে আজ দ্বিতীয় দফার নির্বাচন|উত্তপ্ত মেদিনীপুরের কেশপুর,অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে| বিজেপির প্রার্থী প্রীতীশরঞ্জন কুয়ারের নির্বাচনী এজেন্টের ওপর মারধরের অভিযোগ উঠলো| শুধু তাই নয় মারধরের পাশাপাশি উঠলো গাড়ি ভাঙার ও অভিযোগ|
ঘটনার সূত্রপাত, ১৭৩ নম্বর বুথে বিজেপি প্রার্থীর এজেন্ট তন্ময় ঘোষ এবং এক মহিলা এজেন্টকে বসানো নিয়ে| প্রার্থী প্রীতীশরঞ্জনের গাড়ি নিয়ে এজেন্টকে বুথে বসাতে গিয়েছিলেন তন্ময়, তারপরই তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপির এজেন্টদের ওপর| প্রার্থীর গাড়িও ভাঙচুর করেন, বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে|
সূত্রের খবর অনুযায়ী, তন্ময়ের সাথে থাকা মহিলা এজেন্ট এই ঘটনায় আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে| কেশপুর থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে| কিন্তু তৃণমূল অভিযোগ নাকচ করে দাবি করেন,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এরকম ঘটনা ঘটেছে|