দিল্লি কৃষক আন্দোলনের কৃষকদের সমস্যার প্রতিবাদ করে নির্মিত গুগল টিকেটের শেয়ারের দায়ে গ্রেপ্তার করা হয়েছে সান্তনু মুলককে। প্রসঙ্গত উল্লেখ্য সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ এবং তারপরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ফলে এই টুলকিট দিল্লি পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়। ওই টুলকিট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে যদিও এই ঘটনার প্রেক্ষিতে শান্তনামূলক জানিয়েছেন টুলকিট নির্মাণ করলেও সেই টুলকিটের ছড়িয়ে পরাটা তাঁর হাতে নেই। পাশাপাশি তিনি এও বলেন গ্রেটা থুনবার্গের দ্বারাই টুলকিট শেয়ার হয়েছে এই ঘটনাটি তিনি জানতেন না যতক্ষণ না পর্যন্ত তাঁকে তাঁর কোনো বন্ধু এই ব্যাপারটি জানান।

দিল্লিতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে টুলকিটের ঘটনা সামনে এসেছিল এবং যাকে কেন্দ্র করেই সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের নাম খবরের শিরোনামে উঠে এসেছিল সেই ঘটনার সঙ্গে যুক্ত আরো দুটি পরিচিত নাম হল দিশা রবি এবং সান্তনু মুলক। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাঙ্গালোরের সমাজবিদ দিশা রবি এবং সান্তনু মুলককে গ্রেপ্তার করা হয়েছিল । যদিও বর্তমানে জামিন দেওয়া হয়েছে দিশা রবিকে । তবে এখনও পর্যন্ত পূর্ণ জামিন হয়নি শান্তনুর ।এবং সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি গ্রেটা থুনবার্গের তরফ থেকেও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, জানানো হয়েছে পাশে আছেন তিনি।