নির্বাচনে কারচুপি রুখতে ‘AI’ প্রয়োগের সিদ্ধান্ত কমিশনের। এম ভারত নিউজ

admin

এ’দিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য…

0 0
Read Time:3 Minute, 22 Second

নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিকল্পনা করছে ১৩মার্চের পরে যে কোনও দিন। কর্মকর্তারা নির্বাচনের প্রস্তুতির মূল্যায়ন করতে একাধিক রাজ্য সফর করছেন। এ’দিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হবে। পোল প্যানেলের আধিকারিকরা বর্তমানে তামিলনাড়ু, তারপরে উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর সফর করবেন।

সূত্রের দাবি, যে সব বুথে ভোট প্রক্রিয়ার নজরদারিতে ওয়েবকাস্ট করা হবে সেই বুথগুলিতে ব্যবহার করা হবে ‘এআই’ প্রযুক্তি। ‘এআই’কে কাজে লাগাতে কমিশনের পদক্ষেপের বিষয়টিও সহজ হবে বলে মনে করা হচ্ছে। আর প্রশাসনের রিপোর্টের উপর চোখ বুজে ভরসা নয়, উন্মুক্ত প্রযুক্তির মাধ্যমেই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে নির্বাচন কমিশন।

ভোট প্রক্রিয়ায় কোনও গরমিল থাকলে ‘এআই’ তা চিহ্নিত করে সংকেত পাঠাবে। তার ভিত্তিতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। বিষয়টি অনেক বেশি সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে শুধুমাত্র জেলা প্রশাসনের রিপোর্টের দিকে মুখাপেক্ষী হয়েও থাকতে হবে না কমিশনকে। মোট ৫০ শতাংশের বেশি সংখ্যক স্পর্শকাতর বুথে ওয়েবকাস্টিং হওয়ার কথা। যা ভিডিয়ো বা শব্দ রেকর্ড হবে তা ‘এআই’ প্রযুক্তির সাহায্যে সংকেতে পরিণত হবে।

নির্বাচনের সময় ভোটারদের এবং বুথের নিরাপত্তা নিয়ে কোনও রকম ফাঁক রাখতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। প্রতি নির্বাচনে দেশের কোথাও না কোথাও থেকে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। এই নিয়মভঙ্গ রুখতেই এ’বার ‘এআই’ প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দাবি প্রযুক্তির মাধ্যমেই এ’বার এক নিমেষে ওয়েব কাস্টিংয়ের খুঁটিনাটি ধরা পড়বে।

ইতিমধ্যেই ই-টেন্ডার হয়ে গিয়েছে ওয়েব কাস্টিং নিয়ে। এ’বারের লোকসভা নির্বাচনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই সফল নির্বাচন করতে চাইছে কমিশন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় ধাক্কা কোর্টে, সোমবার সন্দেশখালি যেতে পারবেন না শুভেন্দু। এম ভারত নিউজ

এরইমধ্যে এ'দিনও ফের দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়

Subscribe US Now

error: Content Protected