রাজীবের পুরনো অফিসের শুদ্ধিকরণে তৃণমূল। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ডোমজুড় বিধানসভার পাকুরিয়া ব্রিজ এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল। পাশাপাশি পূজাপাঠ করে অফিস দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ ঘোষের বিরুদ্ধে।

জনসাধারণের সুবিধার্থে বিধায়কের সমস্ত কাজকর্ম চালানোর জন্য গত দশ বছর ধরে সদর হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজ এলাকায় মন্টু সাঁতরা নামে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির নিচে একটি অফিস ঘর ভাড়া নেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে জানুয়ারিতে দলের তৃণমূল সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন রাজীব। তারপর থেকে ফাঁকাই পড়ে ছিল ঘরটি।

একমাসের মধ্যেই সেই অফিসের দখল নিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অফিস ঘরের মালিক মন্টু সাঁতরা জানান, “গত দশ বছরে প্রথম তিনমাস মাত্র ভাড়া দিয়েছিলেন রাজীববাবু। অনেকবার ভাড়া চাওয়া হলেও মেলেনি ঘর ভাড়ার টাকা,উল্টে মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বলে তিনি।

এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ ঘোষের বলেন, “রাজীববাবু তৃণমূল সঙ্গে স্বার্থপরতা করে দল ছেড়েছেন। আর এই অফিস ঘর যেহেতু তৃণমূলের ছিল তাই ওটাকে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেই অফিস ঘরে ঢোকা হলো।” পাশাপাশি ডোমজুড়ের মানুষ বিধানসভা ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জমানত বাজেয়াপ্ত করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, জেলা বিজেপি নেতৃত্বের দাবি, সরকারে আসার পর বিরোধীদের যে কত অফিস দখল হয়েছে ? কারা দখল করেছে ? আর সেই দখলদারির রাজনীতি যে তৃণমূল করেছে সেটা সারা রাজ্যের মানুষ জানে। সময় এলেই জনগণ তার মত দিয়ে দেবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির নাশকতাবাদকে মানুষই রুখবে : ব্রাত্য । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ বিজেপির নাশকতাবাদী, উগ্রবাদী কাজকর্মকে মানুষ রুখে দেবে। পুরুলিয়া শহরে তৃণমূলের মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। মঙ্গলবার পুরুলিয়া শহরের ধবাঘাটা মোড় থেকে জেলা তৃণমূলের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পুরুলিয়া শহর পরিক্রমা করে। এদিনের মিছিল থেকে খেলা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected