বিচারপতি এনভি রমনাকে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। ২৪ শে এপ্রিল তিনি শপথ গ্রহণ করবেন । ভারতের প্রধান বিচারপতি এস এ ববদে আগামী ২৩ এপ্রিল অবসর নেবেন, তিনি বিচারপতি রমনাকে তাঁর উত্তরসূরি হিসাবে সুপারিশ করেছিলেন।এ বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি আইন ও বিচার মন্ত্রণালয়ের বিচার বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে। নিয়োগের ওয়ারেন্ট এবং নিয়োগের প্রজ্ঞাপনের একটি অনুলিপি বিচারপতি এনভি রমনার হাতে হস্তান্তর করা হয়েছে।১৯৫৭ সালের ২৭ শে আগস্ট অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার কৃষিক্ষেত্রে জন্মগ্রহণ করে বিচারপতি রমনা ২২ শে আগস্ট, ২০২২ অবধি এক বছর চার মাস দেশের শীর্ষ বিচারপতি হিসাবে থাকবেন।
তিনি অন্ধ্রপ্রদেশ থেকে ভারতের দ্বিতীয় প্রধান বিচারপতি হবেন; বিচারপতি কে সুবা রাও ভারতের নবম প্রধান বিচারপতি ছিলেন। প্রায় চার দশক দীর্ঘ কর্মজীবনে বিচারপতি রমনা “অন্ধ্র প্রদেশ, কেন্দ্রীয় ও অন্ধ্র প্রদেশ প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং ভারতের সুপ্রিম কোর্টে দেওয়ানী, ফৌজদারি, সাংবিধানিক, শ্রম, পরিষেবা এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে অনুশীলন করেছেন। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর প্রোফাইল অনুসারে সাংবিধানিক, ফৌজদারি, পরিষেবা এবং আন্তঃদেশীয় নদী আইনগুলিতে দক্ষতা সম্পর্কে নথি সংরক্ষিত আছে।