মঙ্গলবার ভ্যাকসিন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আর তাই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফর সূচিতে বদল করা হল। তিনদিনের পরিবর্তে একদিনেই বাঁকুড়া সফর সারবেন মুখ্যমন্ত্রী। রবিবারই বাঁকুড়ার উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুকুটমণিপুর কংসাবতী ভবনে রাত্রিবাস করবেন তিনি। এরপর সোমবার খাতড়ায় মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। প্রশাসনিক বৈঠকের পর প্রশাসনিক সভা করবেন তিনি। প্রথমে তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বাঁকুড়ার রবীন্দ্রভবনে পর্যালোচনা বৈঠকে সারবেন। পরে খাতড়ার সিধো–কানহো স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন।
প্রসঙ্গত নভেম্বর মাসের গোড়ার দিকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন বাঁকুড়ায়। বাঁকুড়ায় গিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি–র ২০০ আসন দখলের ডাক দিয়ে গিয়েছেন তিনি। সেই মত মাঠে কাজে নেমে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা। এসবের মাঝে চলতি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয় ঝটিকা সফরে কী বার্তা দেবেন দলনেত্রী সেদিকেই তাকিয়ে সব পক্ষ।