নয়া কৃষি আইন বাতিলের আবেদন দাখিল দাবিতে অনড় কৃষকরা। এই দাবিতে সামনে রেখে ৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছে আন্দোলনকারী কৃষকরা। যদিও বনধের পরের দিন অর্থাৎ ৯ ডিসেম্বর ফের কেন্দ্র-আন্দোলনকারী বৈঠকের কথা রয়েছে। বনধ যে হচ্ছেই, নয়া দিল্লিতে দাঁড়িয়ে ঘোষণা করেন কৃষক নেতা রাকেশ টিকাইত।
কৃষকদের ডাকা ভারত বনধ-কে সমর্থন করছে দেশের ১১ রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছ আম আদমি পার্টি, কংগ্রেস তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তৃণমূল, আরজেডি, বাম দলগুলি-সহ একাধিক শ্রমিক ইউনিয়ন। উল্লেখ্য আজ, রবিবার আন্দোলকারী কৃষকদের তরফে জারি করা এক প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই ওই ১১ দলের সমর্থনের কথা জানানো হয়।
রবিবার টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়ে দিয়েছেন, তিনি ভারত বনধের পক্ষে। দলের কর্মীদের তিনি ভারত বনধ সফল করার ডাক দিয়েছেন। আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে আরজেডি। বনধের বিরোধিতা করলেও ৮ ডিসেম্বর ভারত বনধে নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলের। বনধের দিন কৃষকদের পাশে থাকতে ধরনা চলবে বলে দলের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত নয়া কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের পঞ্চম বৈঠকেও সমাধান সূত্র অধরা থেকেছে। কেন্দ্র চেয়েছে বিল প্রত্যাহার নয়, সংশোধন হবে, তবে তাতেও মন গলেনি আন্দোলনকারীদের। এখনও আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। এদিকে পঞ্চম বৈঠকেও রফা না বের হওয়ায় ফের ৯ ডিসেম্বর বৈঠক রয়েছে।