নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ বিজেপির নাশকতাবাদী, উগ্রবাদী কাজকর্মকে মানুষ রুখে দেবে। পুরুলিয়া শহরে তৃণমূলের মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। মঙ্গলবার পুরুলিয়া শহরের ধবাঘাটা মোড় থেকে জেলা তৃণমূলের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পুরুলিয়া শহর পরিক্রমা করে। এদিনের মিছিল থেকে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূল নেতা-কর্মীরা।
মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, সময় মতো প্রার্থী ঘোষণা ঠিক হয়ে যাবে। তবে প্রার্থী যেই হোক না কেন দলের কর্মীরা তাদের পক্ষেই নামবেন। এদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর ভরসায় তৃণমূল ভোটে লড়বে না। কেন্দ্রীয় বাহিনীর পুরোটাই বিজেপির সঙ্গে থাকলে, থাকবে। কিন্তু সাধারণ মানুষকে কি কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারবে? মানুষকে তো আর পাইপগান, বন্দুক দিয়ে আটকানো যাবে না। বিজেপিকে বিঁধতে গিয়ে তিনি বলেন, “ওদের কাজই হচ্ছে সব জায়গায় বিশৃঙ্খলা ও সন্ত্রাস তৈরি করা। কিন্তু এখানে মানুষ সচেতন আছে। বিজেপির নাশকতাবাদী, উগ্রবাদী কাজকর্মকে মানুষ রুখে দেবে।”