বর্ধমানে বড় সভা, ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। এম ভারত নিউজ

admin

রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। আজ বর্ধমানে উৎসবের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

0 0
Read Time:3 Minute, 13 Second

আজ বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা যেখানে ১৩৭টি জনমুখি প্রকল্প এবং ৬০টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সরকারি এই প্রকল্পের শুভ সূচনা করার পরেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও বিষয়ে সেন্ট্রাল টিম পাঠানো হচ্ছে রাজ্যে। কটাক্ষের সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম আসছে। কালী পটকা ফাটলেও সেন্ট্রাল টিম আসছে। লক্ষীর ভান্ডার থাকলেও সেন্ট্রাল টিম, কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম !’ এদিন বর্ধমানের গোদার মাঠে দুই বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। আজ বর্ধমানে উৎসবের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়েও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘ভোটের আগে বলে চাকরি দেব, আর চলে গেলে চাকরি খেয়ে নেয়, কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ।’ ১০০ দিনের কাজের টাকা কেটে নেওয়া হয়েছে কেন, সেই নিয়েও আজ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যারা কাজ করেছে তাঁদের টাকা দিচ্ছেনা কেন্দ্র। ৪০ লক্ষ্য জব কার্ড হোল্ডারদের কাজ বাংলা সরকার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমায় গালাগাল দাও, দু গালে থাপ্পড় মারো কিন্তু আমাকে থামানো যাবেনা। আমি গরীব মানুষের জন্য, ছাত্র যৌবনের জন্য, হিন্দু-মুসলমান-শিখ-ক্রিস্টান সবার জন্যে কথা বলি।’ খাদ্য সাবসিটি, গ্যাসের দাম নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে গলা তুলতে দেখা যায় নেত্রীকে। এরপর শেষে ‘অত্যাচার ভাঙো, লাঞ্ছনা ভাঙো, কুৎসা ভাঙো’ বলার পর নেতাজীর কথা বলে বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।

http://dhunt.in/J8QJ9

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুভেন্দুর পক্ষেই রায়, কী বলছে হাইকোর্ট? এম ভারত নিউজ

ঘটনার সূত্রপাত, গত বছর ১৩ নভেম্বর। একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী।

Subscribe US Now

error: Content Protected