গতকাল মুম্বাইয়ের একজন ইউটিউবারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে এই ইউটিউব প্র্যাঙ্ক ভিডিও শুট করার অজুহাতে মহিলাদের শরীরে অপ্রীতিকর ভাবে ছুঁয়ে ভিডিও তৈরি করছিলেন তারা । সূত্রের খবর অনুসারে জানা গেছে তিনি পেশায় একজন টিউশন শিক্ষক। পুলিশের সূত্রে খবর দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও শুট করে লকডাউনের মধ্যে প্রায় দু’কোটি ভারতীয় মুদ্রা আয় করেছেন এই ইউটিউব চ্যানেলের নির্মাতা।

ঘটনাটি তখনই সামনে এসেছে ,যখন সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে একটি কমপ্লেইন মুম্বাই পুলিশের কাছে আসে । সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে জানানো হয়, মুম্বাইয়ের কয়েকজন যুবক সাধারণত রাস্তায় চলে ফিরে বেড়ানো অপ্রাপ্ত বয়স্ক মহিলাদের শরীরে স্পর্শ করে ভিডিও নির্মাণ করছেন।
শুধু তাই নয় পাশাপাশি ফেসবুকে আপলোড করা হয়ে থাকে এই ভিডিওগুলি এবং সেখান থেকে মোটা অংকের টাকা কামান এই তিন জন। এই কান্ডের মূল আসামী পেশায় একজন গৃহ শিক্ষক মুকেশ গুপ্ত (২৯) । বাকি দু’জন হলেন যুবরাজ কুমার (২৩ ) এবং জিতেন্দ্র গুপ্ত (২৫ ) ।