হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

হাসপাতালে ভর্তি ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে হঠাৎই অসুস্থতা বোধ করতে থাকেন রাষ্ট্রপতি। বুকে যন্ত্রণা হচ্ছিল তাঁর। সময় নষ্ট না করে দ্রুত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া মাত্র কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরে ভর্তি নিয়ে নেওয়া হয় তাঁকে। তবে ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তিনি। রাষ্ট্রপতির মেডিক্যাল বুলেটিনে লেখা হয়েছে হঠাৎই Chest Discomfort হয় তাঁর।

ইতিমধ্যেই রাষ্ট্রপতির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে রাষ্ট্রপতির প্রকৃত শারীরিক সমস্যা জানার জন্য ।৭০ বছর বয়সী প্রবীণ ভারতীয় রাষ্ট্রপতির কিছুদিন আগেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ,ফলে সেই কারণেই কি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া থেকে বুকে ব্যথা অনুভব করছেন তিনির নাকি আদতেই শরীরে কোন সমস্যা দেখা দিয়েছে তাঁর! যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছেন না সেনা হাসপাতালের ডাক্তাররা। তবে রাষ্ট্রপতি ভবনের যাবতীয় জল্পনাকে থামিয়ে রাষ্ট্রপতির মেডিক্যাল বুলেটিনে ‘রুটিনচেকআপ ‘ শব্দটির উল্লেখ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির রোড শোতে বাধা, আইসিকে বেধড়ক মার ! এম ভারত নিউজ

বিজেপির বেআইনি রোড শোতে বাঁধা দিয়েছিলেন তিনি। এই ছিল তাঁর অপরাধ। এর জেরেই রঘুনাথপুরের আইসি সঞ্জীব চক্রবর্তীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। সেখান থেকে উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে রঘুনাথপুর সুপার স্পেসালিটি হাসপাতালে। সঞ্জীব চক্রবর্তীর অবস্থা গুরুতর বলেই জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুরের মুনসেফডাঙা থেকে শুরু […]

Subscribe US Now

error: Content Protected