Read Time:1 Minute, 18 Second
বুয়েনস আইরেসের ৭৪ নম্বর রাস্তায় পথচলতি একজন ড্রাইভার দেখেন যে আর্জেন্টিনার আকাশে একদল মশার ঝাক টর্নেডোর আকৃতি নিয়েছে। এই ভিডিও শুট করে ইন্টারনেটে আপলোড করা মাত্র তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রাথমিকভাবে এই ভিডিওটি দেখলে , যে কেউ মনে করবেন যে এটি একটি টর্নেডোর ভিডিও। এমনকি বাস্তবেও যে সমস্ত ব্যক্তি ওই সময় রাস্তায় ছিলেন তারাও প্রাথমিকভাবে এই একই ভুলের শিকার হয়েছেন।
পরবর্তীতে তারা জানতে পারে এটি একটি মশার ঝাঁক মাত্র। তবে যদিও কেবল মাত্র মশার ঝাঁক হয়েও থাকে তাও একটি আশ্চর্যের নজির রেখে যাচ্ছে, কারণ সাধারণত এই প্রকারের মশার দল এইভাবে দেখতে পাওয়া যায় না। এই ঘটনা সামনে আসার পরেই বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারী মাত্রার বৃষ্টিপাতের ফলে সমস্ত মশা একসাথে বেরিয়ে এসে এই প্রকার আকৃতি তৈরি করেছে।