‘পরিবার সব, দেশ কিছু নয়!’ বিরোধী জোটকে কটাক্ষ মোদীর। এম ভারত নিউজ

admin

পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার সকালে ভার্চুয়ালি হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমেই ওই ভবনের উদ্বোধন করেন।

0 0
Read Time:3 Minute, 47 Second

বেঙ্গালুরুতে বিজেপি-বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক। আর সেই বৈঠক শুরু হওয়ার আগে কড়া ভাষায় বৈঠককে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিরোধীদের কাছে দেশ নয়, আসলে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার সকালে ভার্চুয়ালি হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমেই ওই ভবনের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একহাত নিয়েছেন বেঙ্গালুরুতে জড়ো হওয়া বিরোধীদের। তিনি বলেছেন, “ওঁরা পরিবারকেই অগ্রাধিকার দেন। দেশকে নয়। দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা। যে যত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন, বৈঠকে তাঁর আসন হবে তত বেশি গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার বিরোধী বৈঠককে কটাক্ষ করে মোদী আরও বলেন, “এ তো কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন হচ্ছে। বিরোধীদের মন্ত্র হল, অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি এবং ফর দ্য ফ্যামিলি।” দেশকে পরিবারতান্ত্রিক রাজনীতির ভুক্তভোগী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জুড়ে দিয়েছেন, “গত ৯ বছরে আমরা পুরনো সরকারের ভুলগুলি শুধরে দেশের মানুষকে নতুন সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছি। দেশে উন্নয়নের মডেল তৈরি হয়েছে। এটা সবকা সাথ সবকা বিকাশ-এর মডেল।”

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কংগ্রেস ও বাম কর্মীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী। কড়া ভাষায় তিনি বলেন, “সেখানে কংগ্রেস ও বাম কর্মীরাও আক্রান্ত হয়েছেন। কিন্তু জোটের স্বার্থ মাথায় রেখে সেই বিষয়ে কংগ্রেস-বাম নেতারা চুপ করে আছেন।” একইভাবে রাজস্থানে নারী স্বাধীনতার দুরাবস্থা নিয়েও সকলে চুপ আছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর দুর্নীতি নিয়েও এই জোটের নেতারা মুখ খুলছেন না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যখন দেশের কোনও এজেন্সি এঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, তখনই এঁরা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।” বিরোধীরা একে অপরকে নিজেরাই ক্লিনচিট দিয়ে দেন বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। এরপর আমজনতার উদ্দেশে তিনি বলেন, “এঁদের ভাল করে চিনে নিন। এঁদের থেকে সতর্ক থাকুন। এঁদের ষড়যন্ত্রের মধ্যেই আমাদের দেশের উন্নয়নের গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহেশ বাবুর মেয়ের প্রথম পারিশ্রমিক কীভাবে খরচ করলেন? এম ভারত নিউজ

সদ্য মডেলিংয়ের কাজ শুরু করেছে সে। বয়স ১১ বছর। ইতিমধ্যেই নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্ক্যোয়ারের বিলবোর্ডে মুখ দেখা গিয়েছে সিতারারা।

Subscribe US Now

error: Content Protected