Read Time:1 Minute, 14 Second
হলদিয়ার একটি বেসরকারি ব্যাটারি কারখানায় শ্রমিক-মালিক অসন্তোষের জের। শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন সংক্রান্ত অবৈধ চুক্তি করেছে কারখানা কর্তৃপক্ষ।
প্রতিবাদে সোমবার কাজ বন্ধ রেখে কারখানার গেটে অবস্থান বিক্ষোভ বসে স্থায়ী শ্রমিকরা। তাদের দাবি, নতুন করে আবার ভোট করতে হবে। তৈরি করতে হবে নতুন ইউনিয়ন। এবং তারপরেই ম্যানেজমেন্টের সঙ্গে তাদের বেতন সংক্রান্ত চুক্তি করা হবে।

এমনিতেই টানা লকডাউনে বিভিন্ন কারখানা থেকে শুরু করে মিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। আনলক পর্বে পেট চালাতে অন্য পেশায় চলে গিয়েছেন অনেকে। তারওপর নিত্য বিভিন্ন কারখানায় শ্রমিক-মালিক অসন্তোষ চলতে থাকলে রাজ্যে আরও বেকারের সমস্যা বাড়বে বলেই মত ওয়াকিবহল মহলের।