ভারী বৃষ্টিপাত, বিপর্যস্ত মহানগরী সহ রাজ্যের বিভিন্ন এলাকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই জলযন্ত্রণায় ভুগছে মহানগরবাসীও। উত্তর থেকে দক্ষিণ ,পূর্ব থেকে পশ্চিম কলকাতার প্রায় প্রত্যেকটি প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি একটি ঘূর্ণাবর্ত ক্রমাগত উত্তর-পূর্ব দিকে ধাবমান অবস্থায় রয়েছে। জানা যাচ্ছে বর্তমানে মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি । যার ফলে ক্রমাগত বেড়েই চলেছে বৃষ্টির দাপট। বর্তমানে মহানগরীর বিভিন্ন প্রান্তে জল জমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে। এমনকি শিয়ালদহের দক্ষিণ শাখার রেল চলাচল বিপর্যস্ত হয়েছে ইতিমধ্যেই । বেশ কিছু লাইনে জল জমে যাওয়ার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশিত তথ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১.৯ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ আপেক্ষিক আদ্রতার পরিমাণ হতে পারে ৯৯ শতাংশ। এখনও পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১১৭.২ মিলিমিটার।

মূলত নিম্নচাপের জেরেই গতকাল রাতভর বৃষ্টিপাতের কারণেই জলমগ্ন হয়ে পড়েছে মহানগরী। জানা,যাচ্ছে হাওড়া, হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি এই সমস্ত জেলাগুলিতে পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে চেহারা সম্পূর্ণ ভিন্ন । একদিকে যেমন উত্তরবঙ্গে মনোরম পরিস্থিতি। তেমনি বীরভূমে খটখটে রোদে নাজেহাল হচ্ছে সাধারন মানুষের অবস্থা। নদিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি না হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি রয়েছে আজ। কিন্তু ভুক্তভোগী হতে হচ্ছে মহানগরবাসীকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্কুল ছাত্রীকে ধর্ষন, রাজনৈতিক তরজা তুঙ্গে । এম ভারত নিউজ

ফের সামনে এলো নাবালিকা ধর্ষনের জঘন্য ঘটনা। মালদা জেলার রতুয়া অঞ্চলের ঘটনা। এদিকে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ওই ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ শাসক দলের প্ররোচনায় এই দুস্কৃতিদের ধরছে না পুলিশ। ধর্ষিতার পরিবার সূত্রে জানা যাচ্ছে,বালুপুর এলাকার বাসিন্দা রহিমুল হক […]

Subscribe US Now

error: Content Protected