Read Time:1 Minute, 24 Second
সম্প্রতি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সবুজ সংকেত পেলেই মার্চে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। ইতিমধ্যে টিকা বিতরণের রূপরেখাও তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে ভ্যাকসিন কীভাবে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অফিসারদের তিনি নির্দেশ দেন, দ্রুত ওই ভ্যাকসিন প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। এদিন মোদি বলেন, ভ্যাকসিন ডেলিভারির ক্ষেত্রে অনেকটা ভোটের মতো পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ সরকারের প্রতিটি দফতর ও বিভিন্ন নাগরিক সংগঠনকে যুক্ত করা হবে। সেইসঙ্গে সাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রীর আবেদন, উৎসবের মরশুমে সামাজিক দূরত্ব বজায় রাখুন। তাঁর মতে দেশে সংক্রমণের হার নিম্নমুখী হলেও তাতে আত্মসন্তুষ্টীর কোনও কারণ নেই।
