বড় খবর! গঙ্গার নীচ দিয়ে চালু আন্ডার ওয়াটার মেট্রো৷ এম ভারত নিউজ

admin

এদিন কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 36 Second

কলকাতা মেট্রোর নয়া ইতিহাসের সূচনা হল বুধবার। বলা যেতে পারে নয়া মুকুট পেল কলকাতা মেট্রো। গঙ্গার তলা দিয়ে চালু হল দেশে প্রথম মেট্রো টানেল।
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রেলমন্ত্রী থাকাকালীন সে সময় যে সমস্ত মেট্রোর উন্নয়নের পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন তার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো ছিল অন্যতম।

সময় বদলেছে, সরকার বদলেছে। আজ কলকাতার নয়া মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কলকাতা মেট্রোর মুকুটে জুড়ল নয়া পালক। এদিন কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইস্ট- ওয়েস্ট মেট্রো, রুবি থেকে নিউ গড়িয়া, হাওড়া ময়দান এসপ্লানেড মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এই উদ্বোধনের মাধ্যমে দেশে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল গঙ্গার নিচ দিয়ে চালু হল।

এদিন প্রধানমন্ত্রী উদ্বোধনের পর মেট্রোতে করেই হাওড়ায় পৌঁছান। মেট্রোতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন স্কুল পড়ুয়ারা। ছাত্রদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেন প্রধানমন্ত্রী।

বুধবার এই নয়া মেট্রোর উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে তা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ,যাত্রীরা যে গঙ্গার তলায় রয়েছেন, সেটা মেট্রোয় বসেই অনুভব করতে পারবেন। সেইজন্য মেট্রো রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেতন বাড়ল আশা-ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের, ঘোষণা মমতার! এম ভারত নিউজ

এই ঘোষণা অনুযায়ী রাজ্যে কয়েক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং কয়েক লক্ষ......
state_956

You May Like

Subscribe US Now

error: Content Protected