0
0
Read Time:39 Second
সুশান্তের বাবা ও বোনেদের সঙ্গে কথা বলে কেঁপে উঠেছিলেন বাবা রামদেব । তাই, সুশান্তের বিচারের জন্য এবার নিজের পতঞ্জলী যোগপিঠেই প্রার্থনা ও পুজো করলেন তিনি । তিনি বলেন ‘আমরা সুশান্তের জন্য প্রার্থনা করছি, ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক।’ নির্ভয়ার মাও সুশান্তের অয়াশে দাঁড়িয়েছেন । সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখার কথাও বলেন তিনি ।