কয়েকঘন্টা বন্ধ ওয়াটস্যাপ, ক্ষতি ৭ বিলিয়ন মার্কিন ডলার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 49 Second

গতরাত্রে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ,ফেসবুক এবং ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। আর তাতেই বিপুল ক্ষতির মুখে পরতে হল মার্ক জুকারবার্গকে। জানা যায়,এই মর্মে মোট ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে সংস্থার। ভাবতে অবাক লাগলেও সত্যি। মাত্র কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকার ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হল মার্ক জুকারবার্গের সংস্থাটিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ভারতীয় সময় রাত্রি নটা নাগাদ বন্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। যার ফলে সর্বনিম্ন সময়ের মধ্যে প্রায় কুড়ি হাজারের বেশি রিপোর্ট জমা পরেছে সংস্থায়। ইতিমধ্যেই, এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা গিয়েছে, মাত্র কয়েক ঘন্টা বন্ধ থাকার কারণে ফেসবুকের স্টক কমে গিয়েছে বেশ কিছুটা। যার ফলে বিশ্বের ধনীদের তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছেন মার্ক জুকারবার্গ। তবে তাঁর মোট সম্পত্তির কারনে ইতিমধ্যেই বিল গেটসকে পেছনে ফেলেছেন তিনি। এছাড়াও জানা যাচ্ছে ইতিমধ্যেই ফেসবুকে শেয়ার কমেছে ৫ শতাংশ। যা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রায় ১৫ শতাংশের কাছাকাছি কমে গিয়েছিল। জানা যায় ইতিমধ্যেই এই সংস্থার সিইও মার্ক জুকারবার্গ বিশ্বব্যাপী সমস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি সকলকে জানিয়েছিলেন, মঙ্গলবারের মধ্যেই সমস্ত পরিষেবা সঠিকভাবে পরিবেশন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে টুইটারে, হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হয়েছিল, , ” বিশ্বব্যাপী যে সকল ব্যক্তিরা আজ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেননি, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ধীরে ধীরে এবং সাবধানে হোয়াটসঅ্যাপে আবার কাজ শুরু করছি। আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আরও তথ্য জানবার জন্য আপডেট থাকুন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তথ্যবিজ্ঞানের ওপর নয়া কোর্স নিয়ে এল আইআইটি মাদ্রাজ । এম ভারত নিউজ

তথ্য বিজ্ঞানের উন্নতির জন্য নয়া উদ্যোগ নিল ভারতীয় প্রযুক্তিবিদ্যা গত শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাজ। ইতিমধ্যেই প্রোগ্রামিং এবং তথ্যবিজ্ঞানের ওপর দুটি কোর্স নিয়ে আসা হয়েছে আইআইটি মাদ্রাজের তরফে। জানা গেছে শিক্ষার্থীদের এই কোর্স গুলি একটি বিস্তৃত সময়ের মধ্যে দিয়ে প্রদান করা হবে। মূলত শ্রেণিকক্ষে শেখানো বিষয়গুলিতে যাতে ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা মূলক […]

Subscribe US Now

error: Content Protected