শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 49 Second

আজ থেকেই শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই সম্মেলন । নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে চলছে এই অনুষ্ঠান । এবারের সম্মেলনে সর্ববৃহৎ প্রতিনিধি দল পাঠাচ্ছে ব্রিটেন করোনা আবহে বাংলায় প্রথম এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ফলে বহু শিল্পপতির আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়েছে বাংলা । এই সম্মেলনে দেশ-বিদেশের বহু শিল্পপতিরাই উপস্থিত থাকবেন । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উপস্থিত থাকার অনুরোধ করা হয় তবে তাঁর ব্যস্ততার জন্যেই তিনি এই সম্মেলনে আসতে পারছেননা বলেই জানিয়েছেন । তবে উপস্থিত থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের আশা, আম্বানি ও আদানি গোষ্ঠীর শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন এই বাণিজ্য সম্মেলনে। এছাড়াও বিজিবিএসে থাকবেন থাকবেন ১৪টি দেশের শিল্পপ্রতিনিধিরা । দেশের শীর্ষস্তরের শিল্পপতিরা ছাড়াও বিদেশ থেকে লগ্নির প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও চিনের প্রতিনিধিরাও মুখিয়ে বাংলায় বিনিয়োগে । বহুল চর্চিত দেউচা পাচামি এবং তাজপুর বন্দর নিয়েও এই সম্মেলনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে । এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার শিল্পোন্নয়নের যাত্রা শুরুর কথা ঘোষণা করেছেন মমতা । নানা কথায় বার বার কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যপাল সহ কেন্দ্রকে তোপ মমতার । শিল্প সম্মেলনের উদ্বোধনে বক্তব্য রাখার সময় একেবারে শেষে মঞ্চে বসে থাকা রাজ্যপালকে উদ্দেশ্য করে মমতা বলেন,’ রাজ্যপাল মহোদয় আপনার মাধ্যমে বলতে চাই, কেন্দ্র যেন রাজ্যকে সাহায্য করে। রাজ্যপালদের কনফারেন্সে এটা উল্লেখ করবেন। এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের বিরক্ত করা না হয়।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলায় ৪০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস মমতার । এম ভারত নিউজ

৪০ লক্ষ কর্মসংস্থানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ৪০ লক্ষের বেশি নতুন কর্মসংস্থানের কথাই জানালেন তিনি । গতকাল শুরু হয়েছে এই বাণিজ্য সম্মেলন । আজ দ্বিতীয় দিন। উপস্থিত ছিলেন একাধিক উদ্যোগপতি থেকে শুরু করে বড় মাপের শিল্পপতিরা । সম্মেলনের শুরু থেকেই বাংলায় লগ্নির […]

You May Like

Subscribe US Now

error: Content Protected