মধ্য চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বগামী। ঝেংঝু রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৫১। শুধু তাই নয় পাশাপাশি অন্যান্য সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে, যে এই সংখ্যাটিতে কেবল রাজধানী ঝেংঝু অন্তর্গত হেনান প্রদেশের মৃতের সংখ্যা। পাশাপাশি পার্শ্ববর্তী শহরগুলিতেও বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে যে, শহরটি জলাবদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে। পাশাপাশি এই অঞ্চলগুলির নিকাশী ব্যবস্থা পুনরায় সচল করতে হবে। কাদার কারণে ক্ষতিগ্রস্থ যানবাহন এবং গৃহস্থালীর জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কারণে ঝেংঝুতে প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য মধ্য চীনের এই অঞ্চলে বন্যার কারণে তা একটি নদী তে পরিণত হয়েছে। শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তা দিয়ে টিউব বোট চালিয়ে যেতে দেখা গেছে। জানা যাচ্ছে এই বন্যা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই ভেসে গেছে বহু মানুষজন , যানবাহন এবং ঘরবাড়ি। জানা যাচ্ছে এই মোট মৃতের সংখ্যার মধ্যে ঝেংঝুয়ের পাতাল রেলের টানেলে প্লাবিত জলে আটকা পড়ে থাকা ১২ জনের মৃত্যু হয়েছে বলে একটি রিপোর্টে উল্লেখ রাখা হয়েছে।