পুরভোটের আগেই স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 31 Second

পাখির চোখ পুরভোট, তার আগেই এবার তড়িঘড়ি স্ট্র্যাটেজি বৈঠকে ডাক দিল শাসকদল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত পুরো নির্বাচনকে কেন্দ্র করে প্রচার মূলক কাজের জন্য আজ এই বৈঠক ডাকা হয়েছে । মূলত নির্বাচন কমিশনের তরফ থেকে নির্ধারিত দিন অনুসারে আগামী উনিশে ডিসেম্বর নির্বাচন হতে চলেছে মহানগরীতে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনের প্রচার শেষ করতে চায় দল। জানা যায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকিট না পাওয়া নেতৃত্বদেরও দেখতে পাওয়া গিয়েছে এই বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর উপ নির্বাচনের মাধ্যমে নিজের মন্ত্রিত্বকে সুরক্ষিত করেছিলেন তিনি। পরবর্তীতে উপনির্বাচন শেষহওয়া মাত্রই পুরভোটের আবেদন নিয়ে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অবশেষে আগামী হাজার ১৯ ডিসেম্বর পৌর নির্বাচন হতে চলেছে মহানগরীতে। তবে ওদিকে করোনাকালীন কঠিন পরিস্থিতির কারণে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে নির্বাচনী প্রচার সম্পন্ন করতে হবে বিভিন্ন দলগুলিকে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে আদর্শ আচরণ বিধি মেনেই নির্বাচনের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। দলগুলিকে সেক্ষেত্রে খুব কম সংখ্যক ব্যক্তি একত্রিত ভাবে প্রচার করতে পারবেন। জানা যাচ্ছে আজকের এই বৈঠকের মাধ্যমে আগামী দিনে প্রচারকার্য সম্পর্কিত ব্লু প্রিন্ট তৈরি করা হতে পারে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এক ইনিংসে ১০ উইকেট হাসিল আজাজ প্যাটেলের । এম ভারত নিউজ

সাফল্যের মুকুটে নয়া পালক। আজ চূড়ান্ত সাফল্য অর্জন করলেন ক্রিকেটার আজাজ প্যাটেল। জানা যাচ্ছে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচে অনবদ্য সাফল্য অর্জন করেছেন তিনি । এক ইনিংসে মোট দশটি উইকেট নিয়েছেন এই বোলার। জানা যাচ্ছে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য সাফল্য পেলেন বোলার। একইসঙ্গে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected