ফিক্সড ডিপোজিটে আরও সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাংক। গত ১০ সেপ্টেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে বলে জানায় তারা।নির্দিষ্ট কয়েকটি মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হ্রাস করেছে SBI। এক বছর থেকে ২ বছরের কম মেয়াদি স্থায়ী আমানতে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে তারা। নতুন করে ফিক্সড ডিপোজিট এবং মেয়াদ উত্তীর্ণ আমানত রিনুয়াল নয়া দর কার্যকর হবে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশের বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানটি।
পরিমার্জনের পরে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এসবিআইয়ে ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার দাঁড়াল ২.৯ শতাংশ। এদিকে, ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের এফডিতে ৩.৯ শতাংশ সুদ পাওয়া যাবে। এ ছাড়া ১৮০ দিন থেকে ১ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে ৪.৪ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের FD-তে ৫.১ শতাংশ থেকে কমে ৪.৯ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের FD-তে ৫.১ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের FD-তে ৫.৩ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD-তে ৫.৪ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।
