প্রথম থেকেই নিয়ম না মেনে সংসদে কষি বিল পাশের অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার রাজ্যসভা টিভির ফুটেজ সেই অভিযোগকে কার্যত দঢ় করল। রাজ্যসভা টিভির ফুটেজে দেখা যাচ্ছে ২০ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলছেন,
‘আজ আর সময় বাড়ানো উচিত হবে না, মন্ত্রী আগামীকাল জবাব দিতে পারেন।’ কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং এবং সরকারের দাবি ছিল, যখন ভোট ভাগের দাবি করেন বিরোধীরা, তখন তাঁরা কেউ নিজেদের আসনে ছিলেন না।
বিরোধীদের পাল্টা দাবি, ডেপুটি চেয়ারম্যান কারও অনুমতি না নিয়েই নির্ধারিত সময়ের পরে অধিবেশনের সময়সীমা বাড়িয়ে দেন। আর তার প্রতিবাদ জানাতেই বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সরকারকে বাঁচাতে একতরফা সিদ্ধান্তে ধ্বনিভোটের মাধ্যমে বিল পাশ করানোর অভিযোগ তোলে বিরোধীরা। যদিও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সাফাই, নিয়ম মেনেই বিল পাশের জন্য অধিবেশনের সময় বাড়াতে চেয়েছিলেন সংসদ বিষয়কমন্ত্রী।
কৃষি বিল পাসে নিয়মলঙ্ঘন, বলছে রাজ্যসভা টিভির ফুটেজ
Read Time:1 Minute, 38 Second