টোকিও অলিম্পিকের আগে অলিম্পিয়ানদের উৎসাহিত করতে নয়া প্রয়াস দিল্লি সরকারের । টোকিও অলিম্পিকে অংশ নিতে দিল্লি থেকে ৪ জন অ্যাথলিটকে বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যেই । নিজেদের ক্রীড়া গত যোগ্যতার মাধ্যমেই অলিম্পিকে সরাসরি সুযোগ করে নিতে সক্ষম হয়েছেন তাঁরা। আর সেই সমস্ত ক্রীড়াবিদদের আগামী দিনে কিভাবে আরও বেশি পরিমাণে সহায়তা করা যায় সেবিষয়ে নজর দিতে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে বৈঠক করেছেন সে রাজ্যের ক্রীড়ামন্ত্রী কর্ণম মলেস্বরি। জানা যাচ্ছে আগামী দিনে দিল্লি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য এবং ভবিষ্যতে যেসমস্ত ক্রীড়াবিদরা অলিম্পিকে দেশকে প্রদর্শিত করতে চলেছেন তাঁদের উৎসাহিত করার জন্য নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করতে পারলে ক্রীড়াবিদ পিছু তিন কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হল দিল্লি সরকারের তরফে। শুধু তাই নয় পাশাপাশি রৌপ্য পদক অধিকারীদের দু’কোটি টাকা এবং ব্রোঞ্জপদক অধিকারীদের এক কোটি টাকা করে দেওয়া হবে বলেই জানানো যাচ্ছে। দিল্লির ক্রিড়াবিদরা হলেন দীপক কুমার, মনিকা বাত্রা, আমোজ জ্যাকব এবং সার্থক ভম্বরি। শুধু ক্রীড়াবিদদেরই নয় ;পাশাপাশি যে সমস্ত ক্রীড়াবিদরা পদক অর্জন করতে পারবেন তাঁদের কোচদের ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত মানিকা বাতরা টেবিল টেনিসে ভারতের প্রতিনিধিত্ব করবেন । ওদিকে দশ মিটার এয়ার রাইফেল শ্যুটিং ইভেন্টে দীপক কুমার দেশের প্রতিনিধিত্ব করবেন। আমোজ জ্যাকব ৪x৪০০ মিটার রিলে অংশ নেবেন এবং দিল্লি থেকে সার্থক ভম্বরীও ৪x৪০০ মিটার রিলে দেশের প্রতিনিধিত্ব করছেন। দিল্লি সরকারের তরফ থেকে এইসমস্ত ক্রীড়াবিদের সাফল্য কামনা করা হয়েছে।