ফের বিতর্কের মুখে সারেগামাপা খ্যাত গায়ক নোবেল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 3 Second

প্রায়ই বিভিন্ন বিতর্কের কারণে খবরের শিরোনামে থাকতেই পছন্দ করেন বাংলাদেশী গায়ক মঈনুল আহসান নোবেল। ফের বিতর্কে জড়ালেন নোবেল। বাংলাদেশের জনপ্রিয় পর্যটনস্থল বান্দরবানে গিয়ে প্রকাশ্যে গাঁজার নেশা করা থেকে শুরু করে অন্যান্য পর্যটকদের মারধর,অভব্য আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উঠছে পরকীয়ার অভিযোগও। সূত্রের খবর, নোবেল তাঁর এক বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সেখানে।ঘটনার সূত্রপাত গত বুধবার। ‘সারেগামাপা’ খ্যাত নোবেল সেদিন নিজের ফেসবুক প্রোফাইলে বান্দরবন ভ্রমণের একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায়, জঙ্গুলে নদীর উপর একটি পাথরে বসে রয়েছেন নোবেল এবং তাঁর বান্ধবী। নোবেলের হাতে রয়েছে গাঁজার কলকে এবং সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন সেই সঙ্গিনী। ছবির ক্যাপশনে লিখেছেন সে দেশেরই জনপ্রিয় এক গানের কলি, ‘গাঁজার নৌকা পাহাড়তলি যায়/ও মিরাবাই।’ জানা যায়, বান্দরবানের যাওয়ার আগে বাসস্ট্যান্ড থেকেই নেশাগ্রস্ত ছিলেন নোবেল।

তারপর এক রেলওয়ে স্টেশনের পাশে গার্ডেন সিটি নামের একটি হোটেলে ওঠেন। সেই হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, রাতের বেলা গায়ক হোটেলের অন্যান্য আবাসিকদের মারধর করেন এবং মত্ত অবস্থায় চিৎকার করেন। ঘটনা হাতের বাইরে চলে গেলে সেদিনই রাতে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ৩টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনার জেরে শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হোটেল ছেড়ে দেন নোবেল ও তাঁর সঙ্গিনী। হোটেল মালিকের বক্তব্য, তাঁরা নিজেদের ‘দম্পতি’ বলে পরিচয় দিয়েছিলেন।এরপরই নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ ফেসবুকে পোস্ট করেছেন। আগেও নোবেলের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়ে হয়েছেন তিনি। এবার নোবেলের পোস্ট করা ছবি থেকে শুরু করে হোটেলের কিছু ছবি শেয়ার করে তিনি বাংলাদেশ প্রশাসনকে এই জনপ্রিয় গায়কের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে বলেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ উড়ান । এম ভারত নিউজ

৩রা সেপ্টেম্বর থেকে ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা। করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী উড়ান ও বাণিজ্য চালু করার জন্য গত বছর এয়ার বাবল সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয় দুই দেশের মধ্যে। এবার সেই চুক্তি অনুযায়ীই চালু হতে চলেছে বিমান পরিষেবা।বাংলাদেশ সরকার গত ২০ আগস্ট বিমান পরিষেবা চালু করার আবেদন জানায় ভারত […]
news_1234

Subscribe US Now

error: Content Protected