দেশের সবথেকে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। মূলত গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে, নিয়মের ভাঙন ধরানোর চেষ্টা করলেই তাঁকে যে শোকজের মুখে পড়তে হতে পারে, তা ইতিমধ্যেই জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে সায়ন্তন বসু থেকে অগ্নিমিত্রা পলদের শোকজ দিয়েই বিজেপির রাজ্য নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল। তবে এখানেই থেমে থাকল না দল। এবার উত্তর দিনাজপুরে বিজেপির ৬ হেভিওয়েটের শোকজের ঘটনা রীতিমতো নজর কাড়তে শুরু করে দিয়েছে।প্রধানত প্রার্থী তালিকা নিয়ে খুশি নন বিজেপির হেভিওয়েট কিছু নেতা, আশা করেও টিকিট পাননি তাঁরা। আর তাতেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে হিতে বিপরীত ঘটলো দল থেকেই হতে হল বহিষ্কার।
প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মী সমর্থকদের বিক্ষোভে জেরবার বিজেপি। ইতিমধ্যেই বহু আসনের বদল করা হয়েছে প্রার্থী। রাজ্যে ২০০-র বেশি আসনে জেতার কথা বললেও প্রার্থীতালিকা ঘোষণার পরই গোটা রাজ্যজুড়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিজেপি কর্মীরা। তবে কি টিকিট না পেয়ে ক্ষুব্দ হলেন তাঁরা ? দিকেদিকে ভাঙচুর চলে দলের একাধিক পার্টি অফিসে। এবার এমন একটি ঘটনায় উত্তর দিনাজপুর জেলা বিজেপির ৬ নেতাকে শোকজ করল বিজেপি। যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগেই তৃণমূলের শোকজ করা নিয়ে মন্তব্য করেছিলো বিজেপি। আর আজ সেই একই ভূমিকা পালন করছে ভারতীয় জনতা পার্টির সরকার ।অবশ্য বিজেপি নেতৃত্ব বিষয়টিকে দলীয় বিষয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।