নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ফের গজরাজের হানা বাঁকুড়ায়। বৃহস্পতিবার সকালে তালডাংরার হাড়মাসড়া গ্রাম দাপিয়ে বেড়ালো একটি দলছুট দলমা দাঁতাল। রীতিমত হুলুস্থুলু পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। দাঁতালের পেছন পেছন রে রে করে তেড়ে আসছে একদল গ্রামবাসী। দাঁতালটিও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এদিন ওদিক দাপিয়ে বেড়াচ্ছে।

বাঁকুড়া উত্তর বনবিভাগের পাশাপাশি দক্ষিণ বনবিভাগের জঙ্গলমহলের সারেঙ্গা, রানীবাঁধ এলাকায় ফি বছর পরিযায়ী হাতির দলের দেখা মিললেও এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা।
মূলত, জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতিগুলি ঢুকে পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও হাড়মাসড়া এলাকায় এদিন দলমাটি ঢুকলেও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে, গ্রামে হাতিটি ঢুকলেও বনদপ্তরের কর্মীদের দেখা মেলেনি বলেই অভিযোগ। শেষ পাওয়া খবর, ওই দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে চলে গিয়েছে।