ডেঙ্গি প্রস্তাব খারিজ বিজেপির, উত্তপ্ত বিধানসভা চত্বর। এম ভারত নিউজ

Mbharatuser

উত্তপ্ত গোটা বিধানসভা। মুলতুবি প্রস্তাব খারিজের প্রতিবাদে ওয়াকাউট বিজেপি দলের।

0 0
Read Time:3 Minute, 18 Second

আজ ডেঙ্গি নিয়ে বিধাসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ হল। রাজ্যের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। তবে বিধানসভার স্পিকার এই প্রস্তাব খারিজ করার পরই হট্টগোলশুরু হয়ে যায়। উত্তপ্ত গোটা বিধানসভা। মুলতুবি প্রস্তাব খারিজের প্রতিবাদে ওয়াকাউট বিজেপি দলের। বিধানসভা চত্বরে মশারি নিয়ে রাস্তায় নামে গেরুয়া শিবির। মশারি মিছিলে তাদের মুখে মুখে স্লোগান চলছে ‘ডেঙ্গির সরকার’ বলে। তীব্র কটাক্ষ রাজ্য সরকারকে তথা পরিকাঠামো নিয়ে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলে। তিনি জানান যে, ‘বিধানসভায় ঠিকমত ডেঙ্গি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। সরকার এ ব্যাপারে কিছু শুনতে বা আলোচনা করতে নারাজ। ডেঙ্গি পরিক্ষার কীট পর্যন্ত নেই রাজ্যে‘। তবে এ ব্যাপারে তৃণমূল সাংসদ সান্তনু সেন বলেন, ‘এটা বাংলা, এখানে গণতন্ত্র আছে। তাই বিধানসভায় সবার কথা বলার অধিকার আছে এবং বিধান্সভার বাইরে ও ভিতরে সবার স্বাধীনভাবে আন্দোলন করার অধিকার আছে।‘ যদিও বিরোধী দল চেয়েছিল সরকারের তরফ থেকে কোনো শীর্ষ ব্যাক্তি এ ব্যাপারে বিবৃতি দিক তবে এদিনের সভায় কার্যত চুপ ছিলেন তৃণমূলের আধিকারিকরা।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরের তুরুপের তাস মিঠুন চক্রবর্তী। আজ কোলকাতায় আসছেন তিনি। ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাংলায় বিভিন্ন জেলা সফর করবেন তিনি। বোলপুরেও তাঁর সভা করার আছে গরুপাচার বিষয়ক। মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃতীয় দিনের প্রথম ম্যাচেই জয় সৌদি আরবের। এম ভারত নিউজ

সকলকে চমকে দিয়ে এই ম্যাচে শেষ পর্যন্ত জয় লাভ করে সৌদি আরব।

Subscribe US Now

error: Content Protected