এখনও নিজেদের দাবিতে অনড় কৃষকরা। এবার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধের ডাক দিলেন আন্দোলনকারীরা। ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশ জুড়ে বনধ পালনের ঘোষণা করেছেন তাঁরা। তার আগে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় কিসান ইউনিয়নের তরফে এমনই ঘোষণা করা হল।

এদিন ঘোষণায় জানানো হয়েছে, বনধ চলাকালীন সমস্ত জাতীয় সড়ক এবং টোলপ্লাজাগুলি অবরোধ করা হবে। গত দু’মাসেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সপ্তাহখানেক আগে রাজধানী দিল্লিতে এসে পৌঁছয় আন্দোলনের টেউ। দিল্লি পুলিশ সীমানা আটকে দেওয়ায় এই মুহূর্তে দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সামানায় হাজার হাজার কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে দীর্ঘ সাতঘন্টা ধরে বৈঠক চলে আন্দোলনকারীদের। তবে তাতেও কোনও রফাসূত্র বের হয়নি। ফের বৈঠকের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে আইন সংশোধনের কথা বলা হলেও তা মানতে নারাজ আন্দোলনকারীরা। তবে তা মানতে নারাজ তাঁরা। আর তাই শনিবারের বৈঠকে কী উঠে আসে এখন সেদিকেই তাকিয়ে সব মহল।