দাবিতে অনড় কৃষকরা, মঙ্গলে ভারত বনধের ডাক ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

এখনও নিজেদের দাবিতে অনড় কৃষকরা। এবার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধের ডাক দিলেন আন্দোলনকারীরা। ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশ জুড়ে বনধ পালনের ঘোষণা করেছেন তাঁরা। তার আগে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় কিসান ইউনিয়নের তরফে এমনই ঘোষণা করা হল।

এদিন ঘোষণায় জানানো হয়েছে, বনধ চলাকালীন সমস্ত জাতীয় সড়ক এবং টোলপ্লাজাগুলি অবরোধ করা হবে। গত দু’মাসেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সপ্তাহখানেক আগে রাজধানী দিল্লিতে এসে পৌঁছয় আন্দোলনের টেউ। দিল্লি পুলিশ সীমানা আটকে দেওয়ায় এই মুহূর্তে দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সামানায় হাজার হাজার কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে দীর্ঘ সাতঘন্টা ধরে বৈঠক চলে আন্দোলনকারীদের। তবে তাতেও কোনও রফাসূত্র বের হয়নি। ফের বৈঠকের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে আইন সংশোধনের কথা বলা হলেও তা মানতে নারাজ আন্দোলনকারীরা। তবে তা মানতে নারাজ তাঁরা। আর তাই শনিবারের বৈঠকে কী উঠে আসে এখন সেদিকেই তাকিয়ে সব মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুভেন্দুর প্রসঙ্গ এড়ালেন কাকলিও । এম ভারত নিউজ

কয়েকদিন আগেই শুভেন্দুর সঙ্গে কোনও আলোচনা নয় বলেই তৃণমূলের তরফে খবর পাওয়া গিয়েছিল। এবার সেই পর্বের ঘটিয়ে সামনের দিকে এগোনোর বার্তা দিল তৃণমূল। শুক্রবার সকালে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সেখানেই এমনটা জানানো হয়। এদিন শুভেন্দু প্রসঙ্গকে সচেতনভাবে এড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদের স্পষ্ট জবাব, “দলের ওপরে […]

Subscribe US Now

error: Content Protected