জমায়েত বাড়লেই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ভারতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

দ্বিতীয় ঢেউই শেষ নয়, দুই থেকে চার সপ্তাহের মধ্যে ফের মহারাষ্ট্রের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে করোনার টাস্কফোর্স। মূলত তাঁরা জানিয়েছে ,আগামী দিনে করোনা মোকাবেলার ক্ষেত্রে জনগনের অসেচতনতা বারলে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ অবধারিত। করোনা দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেয়েছে মহারাষ্ট্র। শিথিল হয়েছে কার্যত লকডাউনের নিষেধাজ্ঞা। তবে টাস্কফোর্সের তরফ থেকে জানানো হয়েছে গত দুদিনে মহারাষ্ট্রের যে বিপুল জমায়েত দেখা গেছে তা বন্ধ না করলে আগামী দিনে তৃতীয় ঢেউ ঠেকানো অসম্ভব। তবে এই পর্যালোচনায় এও জানানো হয়েছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণির যেসব শিশু এখনও পর্যন্ত ভাইরাসের সংস্পর্শে আসেনি তাঁদের মত শিশুরা তেমন ক্ষতিগ্রস্থ হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে স্পেশাল টাস্কফোর্সের এই বৈঠকে আগত তৃতীয় ঢেউ সম্পর্কিত কয়েকটি বিশেষ দিক উল্লেখ করা হয়। সেগুলি হল;

১) সম্ভাব্য এই তৃতীয় ঢেউয়ের সংক্রমনের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় দ্বিগুণ হতে পারে।

২) প্রথম ঢেউয়ের সময় সংক্রমণ সংখ্যা ১৯ লক্ষ পার না করলেও দ্বিতীয় ঢেউয়ে তার ৪০ লক্ষ পার করেছে।

৩) তাছাড়া অ্যাক্টিভ সংক্রমনের সংখ্যা ৮ লক্ষ্য পার করবে।

৪) প্রত্যাশা করা হয়েছে যে মোট মামলার ১০% শিশু বা অল্প বয়স্কদের কাছ থেকে আসবে, প্রথম দুটি তরঙ্গের মতোই।

টাস্কফোর্সের সদস্য ডাঃ শশাঙ্ক যোশি বলেন, “দ্বিতীয় তরঙ্গের চার সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য তৃতীয় তরঙ্গের মুখোমুখি হচ্ছে। আমরা যদি সচেতন না থাকি এবং কোভিড-উপযুক্ত আচরণ অনুশীলন না করি তবে আমরা একই পরিস্থিতিতে থাকতে পারি। ”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিনভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা । এম ভারত নিউজ

ভ্যাপসা গরম থেকে রক্ষা পেয়ে বেশ কিছুটা খুশি হয়েছিলেন মহানগরীবাসী। তবে লাগাতার বৃষ্টিতে এবার জলযন্ত্রণায় হতে হচ্ছে নাজেহাল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই জল জমতে দেখা গিয়েছে। গতকাল রাত থেকে আজ সন্ধ্যের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহরতলীর অলিগলি থেকে রাজপথ।এককথায় বিপর্যস্ত জনজীবন। অফিস যেতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারন […]

Subscribe US Now

error: Content Protected